বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৬

বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

imagesসুরমা মেইল নিউজ : চট্টগ্রামের বোয়ালখালীর একটি বাসা থেকে মা শেলি শীল (৩৬) ও মেয়ে অন্তরা শীলের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ কনজুরি বটতল নামক এলাকায় নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে বটতলার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মায়ের ও মেঝেতে শোয়া অবস্থায় মেয়ের লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com