বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২

বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ৩

নরসিংদী সংবাদদাতা :
নরসিংদীর রায়পুরায় বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপের চালক, হেলপারসহ অন্তত ১০ জন।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর ৪টার দিকে রায়পুরা উপজেলার নীলকুঠি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দীঘিরপাড়া গ্রামের সানন্দ দাস (৫৫) এবং একই উপজেলার চৌরাগুধা গ্রামের মো. রেনু মিয়া (৬৬) ও কামাল মিয়া (৩৫)।

 

হাইওয়ে পুলিশ জানায়, চাকা পাংচার হয়ে যাওয়ায় ভোরে নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী লাকি এক্সপ্রেসের একটি বাস বিআরটিসিকে পাশ কাটিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে।

 

সে সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ঢাকাগামী মাছভর্তি পিকআপভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। ভৈরব হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

 

রায়পুরার কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইদুর রহমান জানান, আহতরা সবাই একই এলাকার মাছ ব্যবসায়ী। তাদের ভৈরবসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, বাস দুটি ও পিকআপভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com