‘বাহুবলী-২’ আসছে আগামী বছরে

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৬

‘বাহুবলী-২’ আসছে আগামী বছরে

download
বিনোদন ডেস্ক : বলিউডে গেল বছর মুক্তি পেতেই বিগ বাজেটে তৈরি এস এস রাজামৌলির মহাকাব্যিক ছবি ‘বাহুবলী’। ২৫০ কোটি টাকা ব্যায়ে নির্মিত চলচ্চিত্রটি একই সাথে তেলুগু এবং তমিল ভাষায় নির্মিত হয়েছিলো। পরে হিন্দি, ইংরেজিসহ বেশ কিছু ভাষায় ডাবিং করে বিশ্বব্যাপী মুক্তি দেয়া হয় ‘বাহুবলী’। যার ফলে ছবিটি প্রায় ৬০০ কোটি টাকা আয় করে নিয়েছিলো! সেই সাফল্যে অনুপ্রাণীত হয়ে নির্মিত হচ্ছে ছবিটি দ্বিতীয় কিস্তি। সেই খবর অবশ্য বেশ পুরোনো। তাই ‘বাহুবলী’র ভক্তরা অপেক্ষা করছেন কবে আসছে দ্বিতীয় পর্বটি। সেই প্রতীক্ষার অবসান হচ্ছে আগামী বছরই। বাহুবলীর অফিসিয়াল সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ২০১৭ সালের এপ্রিলে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী-২’। এই পর্বেই উন্মোচন হবে সেনাপতি কাটাপ্পার স¤্রাট বাহুবলীকে হত্যার কারণ। ‘বাহুবলী’র প্রথম পর্বে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তেলুগু অভিনেতা প্রভাস। দ্বিতীয় কিস্তিতেও তাকে দেখা যাবে দুষ্টের দমনে। সঙ্গে থাকবেন রানা, তামান্নাহ্ ভাটিয়াা এবং আনুশাকা শেঠি, রামাইয়াা কৃষ্ণন, সত্যরাজের মত অভিনেতা-অভিনেত্রীরা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com