বাহুবলে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার, আটক ১

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬

বাহুবলে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার, আটক ১

images-(1)

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বাহুবল উপজেলায় অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত ফাতেমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে। পরে ওই স্কুলছাত্রীকে থানা পুলিশ হেফাজতে দিয়ে ওই গৃহবধূকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার ভোর পৌনে ছয়টায় উপজেলার মিরপুর বাজার চৌমুহনার পুলের পাশ থেকে ওই স্কুলছাত্রীকে ওই বাজারের নিরাপত্তা প্রহরী তোতা মিয়া উদ্ধার করে। অপহৃতা স্কুলছাত্রী উপজেলার নতুন বাজার এলাকার শাহজালাল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। সে ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রামের বাসিন্দা।
অপহরণের ঘটনায় আটক গৃহবধূ ফাতেমা বেগম (২৫)।একই উপজেলার হিমারগাঁও গ্রামের বাসিন্দা। ফাতেমা বেগম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর দিতে পারেনি।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে গৃহবধূ ফাতেমা বেগম পাচারের উদ্দেশ্যে ওই ছাত্রীকে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। স্বজনরা তাকে সারাদিন খোঁজাখুঁজি করে রাতে থানায় ফাতেমার বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com