বাহুবলে ট্রাকচাপায় তাবলিগ জামাতের দুই সদস্য নিহত

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

বাহুবলে ট্রাকচাপায় তাবলিগ জামাতের দুই সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবলে ট্রাকচাপায় অটোরিকশার দুই আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আদিত্যপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আব্দুল ওয়াহিদ (৭৫)।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তাবলিগ জামাতের ১২ সদস্য উপজেলার চালিতাতলা জামে মসজিদ থেকে আদিত্যপুর জামে মসজিদে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে তিনজন আসবাবসহ একটি অটোরিকশায় করে রওনা হন। পথে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হন এবং অটোরিকশার চালকসহ দুজন আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাহুবল ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com