বাহুবলে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

বাহুবলে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

images-1হবিগঞ্জ সংবাদদাতা :: বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহি বাসের চাপায় দুই মোটর সাইকের আরোহির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মন্ডলকাপন মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত মংলা মিয়ার পুত্র জেবু মিয়া (২৫) ও অাঃ কাদিরের পুত্র খালিক (২৭)। এদিকে, ঘটনার পর থেকে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রেখেছে। কিন্তু দ্বিগম্বর বাজারে বাসটিকে আটক করলেও পালিয়ে যায় চালক।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগম্বর বাজার থেকে বাড়ি ফিরছিলেন জেবু ও খালিক। পথে পুটিজুরী বাজারের মন্ডলকাপন গ্রামের মসজিদের কাছে পৌঁছালে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ প্রতিবেদন লেখা সময় মহাসড়ক অবরোধ করে রেখেছে উত্তেজিত জনতা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com