বাহুবলে ৩৮শ’ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

বাহুবলে ৩৮শ’ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বাহুবল থেকে ৩৮শ’ পিস ইয়াবাসহ জহুরা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় অভিযান চালিয়ে বাহুবল থানাধীন লস্করপুর রেলক্রসিং এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

 

গ্রেপ্তারকৃত জহুরা বেগম (২৪) সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন শিলের ভাঙ্গা গ্রামের মোঃ রাজু আহমদের স্ত্রী।

 

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো: মশিহুর রহমান সোহেল।

 

তিনি জানান- র‌্যাব-৯, সিপিএসসি সদর কোম্পানী এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে।

 

গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com