সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে অপহরণের পর শ্বাসরোদ্ধ করে হত্যার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় একই এলাকার আব্দুল আলী ও তার ছেলে জুয়েলকে আটক করা হয়। পরে আরজু নামের আরও একজনকে আটক করে পুলিশ। নিহত শিশু মনিরের বাবা আফজাল মিয়া তালুকদারের সাধারণ ডায়রির পরিপ্রেক্ষিতে বাহুবল থানা পুলিশ তাদের আটক করে। এদিকে চার শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নিহত চার শিশুর ময়নাতদন্ত শেষে বুধবার বিকেল ৪টায় হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. দেবাশিষ দাস ও ডাক্তার আবু নাঈম হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বুধবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে লাশগুলো তাদের পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, নিহত ৪ শিশুর পরিবারকে হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক সাবিনা আলম ও পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র লাশ হস্তান্তরের সময় নিহতের পরিবারের হাতে এ অনুদান তুলে দেন।
Design and developed by ওয়েব হোম বিডি