বাহুবলে ৪ শিশু হত্যা: আসামী আরজু’র স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৬

বাহুবলে ৪ শিশু হত্যা: আসামী আরজু’র স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Arju
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু অপহরণের পর মাঠিচাপা দিয়ে হত্যার ঘটনায় আটক আরজু মিয়া (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার হবিগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার উল আলমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রিমান্ডে থাকা আরজু। বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তার জবানবন্দি গ্রহণ করা হয়।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল আলম এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২০ ফেব্রুয়ারি আসামী রুবেল মিয়া ও ২১ ফেব্রুয়ারি অপর আসামি জুয়েল মিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ খন্দকারের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

উল্লেখ্য, বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র মোঃ তাজেল মিয়া (১০), ২য় শ্রেণীর ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮) এবং ১ম শ্রেণীর ছাত্র মোঃ মনির মিয়া (৭) এবং স্থানীয় আনোয়ারুলুম ইসলামিয়া মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্র ইসমাইল (৭) গত ১২ ফেব্রুয়ারী নিখোজ হওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারী গ্রামের নিকটবর্তী ইসাবিল নামকস্থান থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com