সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬
সুরমা মেইল নিউজ : নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে বিদ্রোহ গ্রুপের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও ফকিরাপুল মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত কিছুসময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় চারপাশে আতংক ছড়িয়ে পড়লে লোকজন দিকবিদিক ছুটাছুটি করে। নয়াপল্টন এলাকায় সব দোকান বন্ধ করে দেয়া হয়। দুপুর পৌনে ৩টায় এ প্রতিবেদন লেখার সময় নয়াপল্টন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এর আগে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কমিটি রক্ষার নেতারা অবস্থান নেন। দুপুরে কমিটির বিপক্ষের নেতারা নাইটেঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের দিকে প্রবেশের চেষ্টা করলে কমিটি রক্ষার নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিদ্রোহীদের উপর চড়াও হয়। এসময় বিদ্রোহীরা গলির মধ্যে প্রবেশ করে কমিটি রক্ষার নেতাদের উপর ইটপাটকেল ছুড়ে। পরবর্তীতে কমিটি রক্ষার নেতারা নয়াপল্টন কার্যালয়ে সামনে এসে অবস্থান নেয়। আর বিদ্রোহীরা চলে যায়। এ ঘটনায় কয়েকজন পথচারী আহত হয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি