বিএনপির খুশি ভাব যেন শেষ পর্যন্ত থাকে : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

বিএনপির খুশি ভাব যেন শেষ পর্যন্ত থাকে : ওবায়দুল কাদের

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিএনপি যে আশাবাদী মনোভাব পোষণ করছে এবং খুশি খুশি ভাব প্রকাশ করেছে তা যেন শেষ পর্যন্ত থাকে। এই খুশি ভাব যেন শেষ পর্যন্ত বিষাদে পরিণত না হয়।

সোমবার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান খান।

ওবায়দুর কাদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটি গঠনের বিষয়ে সংলাপ ডেকেছেন। তাতে প্রথমদিন (১৮ ডিসেম্বর) বিএনপি অংশ নিয়েছে। ওই বৈঠকে রাষ্ট্রপতি বলেছেন, তিনি আশাবাদী। আর বিএনপি বলেছে, তারাও বেশ খুশি।

তিনি আরও বলেন, রাজনীতিবিদরা সবাই দায়িত্বশীল হলে আজ দেশের ইতিহাস অন্যভাবে লেখা হতে পারতো। রাজনীতিবিদদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে ট্রেন মিস করেছেন। নির্বাচন ঠেকানোর নামে জ্বালাও পোড়াও করে কোনও লাভ হয়নি। আমি জানি, আগামী নির্বাচনে তারা সেই ভুল আর করবেন না।

বিএনপি ঘরানার বুদ্ধিজীবী ডা. জাফর উল্লাহ চৌধুরীকে উদ্ধৃত করে ওবায়দুল কাদের আরও  বলেন, ‘বিএনপি একটি মাজা ভাঙা দল, আমরা সে কথা বলবো না।

৫ জানুয়ারি নির্বাচনে অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, ‘এটা আমাদের দোষ না। ওই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি বলেই এমন হয়েছে।’ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক একমাত্র বঙ্গবন্ধু। পাঠক অনেকেই হতে পারেন। ঘোষক আর পাঠক এক নয়।’

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com