সিলেট ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার রাতের বৈঠকে দলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন দলটির নীতিনির্ধারকরা। বিএনপির একটি ঘনিষ্ট সূত্রে জানা গেছে, গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। সূত্রটি আরও জানিয়েছে, আজকের বৈঠকেই নির্ধারণ হতে পারে বিএনপির ভবিষ্যৎ মহাসচিব। দলের মহাসচিব হিসেবে বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দ্বায়িত্ব দেয়া হতে পারে আগামী কাউন্সিলে। তবে এ তালিকায় আরও রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. খন্দকার মোশাররফ হোসেনসহ অনেকে। এছাড়ও আগামী জাতীয় কাউন্সিলের প্রস্তুতি ও অন্যান্য নেতাকর্মীদের পদ-পদবি নিয়েও আলোচনা করা হবে এই বৈঠকে। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারনের বিষয়েও আলোচনা করা হবে। ইউপি নির্বাচনে বিএনপি যেসব প্রার্থীদের মনোনয়ন দিবে ইতোমধ্যে তাদের একটি খসড়া তালিকা করা হয়েছে। ওই তালিকার বিষয়ে বৈঠকে আলোচনা হবে।অন্যদিকে ছাত্রদলের কমিটি ঘোষণার পর গত সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালায় পদবঞ্চিত নেতাকর্মীরা। বিএনপির রাজনৈতিক এই ক্রান্তিকালে দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের কর্মকান্ডে ক্ষুব্ধ খালেদা জিয়া। আজকের বৈঠকে এ বিষয়ে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলবেন বিএনপি প্রধান। পাশাপশি আগামী দিনগুলোতে যেন এ ধরনের কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হতে হয় সে ব্যাপারে দলের সিনিয়র নেতাদের সতর্ক করবেন খালেদা জিয়া।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি