বিএনপির মহাসচিব’র সাথে সাক্ষাৎ করেছেন সিলেটের তিন নেতা

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৬

বিএনপির মহাসচিব’র সাথে সাক্ষাৎ করেছেন সিলেটের তিন নেতা

images
সুরমা মেইল নিউজ : বিএনপির নব নির্বাচিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট বিএনপির তিন নেতা। সোমবার সকালে মির্জা ফখরুলের ঢাকাস্থ বাসভবনে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে তারা বিএনপির মহাসচিব নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকারী তিন নেতা হচ্ছেন, সিলেট মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আব্দুল আহাদ খান জামাল।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com