সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন হচ্ছে রবিবার। নগরীর দরগাগেইট ঐতিহ্যবাহী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্ঠা ইনাম আহমদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মো: শাহজাহান ও বিএনপির কেনাদ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন। আসন্ন কাউন্সিলকে সফল করার জন্য ইতোমধ্যে বেশিরভাগ প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। সম্মেলন সফলের লক্ষ্যে প্রতি আহ্বান জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বুধবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল হক ও সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।
Design and developed by ওয়েব হোম বিডি