বিএনপি-জামায়াতের ৫ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৫

বিএনপি-জামায়াতের ৫ নেতা গ্রেপ্তার

Manual4 Ad Code

surmamail.com

Manual6 Ad Code

 

সুরমা মেইলঃ নোয়াখালী জেলার সেনবাগ ও চাটখিল উপজেলায় যৌথ অভিযান চালিয়ে বিএনপি এবং জামায়াতের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ২টা থেকে ৩টা পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইফুল্ল্যা, সেনবাগ উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মিয়াজুর রহমান, জামায়াতের অর্থ যোগানদাতা ওমর ফারুক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি নেতা জাফর মেম্বার ও বেলাল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে জেলার চাটখিল বাজার থেকে উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইফুল্ল্যাকে গ্রেপ্তার করেছে। এছাড়াও সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রাম থেকে উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মিয়াজুর রহমান, জামায়াতের অর্থ যোগানদাতা ওমর ফারুক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি নেতা জাফর মেম্বার ও বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual6 Ad Code

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হরতাল ও অবরোধসহ বিভিন্ন সময় নাশকতার সৃষ্টির ঘটনায় একাধিক মামলা রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code