সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৫
সুরমা মেইলঃ নোয়াখালী জেলার সেনবাগ ও চাটখিল উপজেলায় যৌথ অভিযান চালিয়ে বিএনপি এবং জামায়াতের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ২টা থেকে ৩টা পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইফুল্ল্যা, সেনবাগ উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মিয়াজুর রহমান, জামায়াতের অর্থ যোগানদাতা ওমর ফারুক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি নেতা জাফর মেম্বার ও বেলাল হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে জেলার চাটখিল বাজার থেকে উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইফুল্ল্যাকে গ্রেপ্তার করেছে। এছাড়াও সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রাম থেকে উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মিয়াজুর রহমান, জামায়াতের অর্থ যোগানদাতা ওমর ফারুক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি নেতা জাফর মেম্বার ও বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হরতাল ও অবরোধসহ বিভিন্ন সময় নাশকতার সৃষ্টির ঘটনায় একাধিক মামলা রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি