বিএনপি সন্ত্রাসের পথ পরিহার করলে ঐক্যের বিষয়টি ভেবে দেখা হবে

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬

বিএনপি সন্ত্রাসের পথ পরিহার করলে ঐক্যের বিষয়টি ভেবে দেখা হবে

download (1)

সুরমা মেইল নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ২০ দলীয় জোটের প্রতি ইঙ্গিত করে বলেছেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না। তবে তারা যদি সন্ত্রাসের পথ পরিহার করে তাহলে বিসয়টি ভেবে দেখা হবে।

রবিবার (১৭ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দীর্ঘদিনের পুরনো ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ উদ্বোধনকালে বিএনপির সঙ্গে ঐক্যের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ভবন ভাঙার বিষয়ে তিনি বলেন, বহুতল ও দৃষ্টিনন্দন আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দলীয় কার্যালয় নির্মাণের স্বার্থেই ভবনটি ভাঙা হচ্ছে। পুরনো এ বিল্ডিং ভেঙে নতুন ১০ তলা ভবন নির্মাণ করা হবে।
এরইমধ্যে কার্যালয়ের নতুন ভবনের থ্রিডি নকশা অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। তিনি এ ভবন নির্মাণের মূল দায়িত্বে রয়েছেন। তিনি জানান, নতুন এ ভবনটি নির্মাণে ব্যয় হবে ১০ কোটি টাকা এবং সময় লাগবে দেড় বছর।
অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন বহুতল ভবনে থাকবে ৬-৭ তলা পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয়। থাকবে সম্মেলন কক্ষ, সেমিনার কক্ষ, ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, ডরমেটরি, ক্যান্টিন ও সাংবাদিক লাউঞ্জ। আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য বেশ পরিসরে পৃথক কক্ষ ও সঙ্গে বেলকনি থাকছে। পুরো কার্যালয়টি করা হবে ওয়াইফাই জোন।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com