বিকাশ এজেন্টকে গুলি করে দুই লাখ ২০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬

বিকাশ এজেন্টকে গুলি করে দুই লাখ ২০ হাজার টাকা ছিনতাই

images (1)

সুরমা মেইল নিউজ : রাজধানীর গুলশানে বিল্লাল হোসেনকে নামে এক বিকাশ এজেন্টকে গুলি করে ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাম পায়ে ও হাতে গুলিবিদ্ধ অবস্থায় বিল্লাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি কর হয়। বিল্লাল হোসেনের মামা নজরুল ইসলাম জানান- সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের ১১৪ নম্বর রোডের ৩৭/বি নম্বর বাসা থেকে বের হয়ে দোকানের দিকে যাওয়ার সময় ৩-৪ জন ছিনতাইকারী তার বাম পায়ে ও বাম হাতে গুলি করে সঙ্গে থাকা ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে নিয়ে  যায়। বিল্লাল হোসেনের পিতার নাম শাহদাত আলী। গুলিবিদ্ধ অবস্থায় বিল্লাল হোসেনের ঢামেকে ভর্তি হওয়ার তথ্যটি বাংলামেইলকে নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com