বিকেলে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬

বিকেলে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

downloadসুরমা মেইল নিউজ : তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের অভিযোগ জানাতে বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। শনিবার বিকেল ৩টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ইসি কার্যালয়ে যাবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন- ইসির কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। সময় পেলেই নির্বাচন কমিশনে যাবে প্রতিনিধি দল। বিকেল ৩টার দিকে কমিশনে যাওয়ার সম্ভবনা রয়েছে বলেও জানান তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৪৮ জেলার ৬১৪টি ইউপিতে ভোট গ্রহণ শনিবার। এ ধাপে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন দুই হাজার ৬৭২ জন। সাধারণ সদস্য পদে ২০ হাজার ৯৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ছয় হাজার ২৯৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২৫ জন, সাধারণ সদস্য পদে ১৭৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন নির্বাচিত হয়েছেন। এসব ইউপিতে মোট ভোটার ১ কোটি ৯ লাখ ৮০ হাজার ৩৫৫ জন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com