বিকেলে সাকিব-রাতে মুস্তাফিজ

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬

বিকেলে সাকিব-রাতে মুস্তাফিজ

sakib_mustafiz_31361

স্পোর্টস ডেস্ক : ভারতে ক্রিকেটের জমজমাট আসর আইপিএলের এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আজ শনিবার আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছেন সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ।

সাকিবের কেকেআরের প্রতিপক্ষ জহির খানের দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। অন্যদিকে ঘরের মাঠে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামছে মুস্তাফিজের সানরাইজার্স। রাজীব গান্ধী স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
কলকাতা ও হায়দরাবাদ, দুই দলই জয়ে ফেরার লড়াইয়ে আজ মাঠে নামবে। সেই সাথে বাংলাদেশের দুই তারকা সাকিব ও মুস্তাফিজের লড়াইটা ছন্দে ফেরার। এবারের টুনার্মেন্টে তেমন সুবিধে করতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বিশেষ করে ব্যাটিংয়ে পরোপুরি ব্যর্থ কলকাতার হয়ে গত দুই শিরোপা জয়ের অনন্য অবদান রাখা টাইগার এই ব্যাটসম্যন।
অন্যদিকে আইপিএলে প্রথমবারের মতো খেলছেন কাটার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই চমক জাগানো টাইগার এই পেসার আইপিএলেও হায়দারাবাদের হয়ে নিজের বিধ্বংসী বোলিং দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘায়েল করছেন। জয় ম্যাচে নিয়েছেন সাত উইকেট। যদিও শেষে ম্যাচে পুনে রাইজিং সুপারজায়ান্টের বিপক্ষে ভাল বল করকে পারেননি। ম্যাচে দুই ওভার বল করে দিয়েছেন ২১ রান। এম্যাচে উইকেটেরও দেখা পাননি মুস্তাফিজ।
বর্তমানে ছয় ম্যাচে চার জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে কলকাতা। সমান ম্যাচে তিন জয়ে পঞ্চম স্থানে রয়েছে মুস্তাফিজের হায়দরাবাদ।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com