সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :
পৃথিবীর অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক মিলান কুন্ডেরা আর নেই। ফ্রান্সের রাজধানী প্যারিসে ৯৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। বুধবার মোরাভিয়ান লাইব্রেরির মুখপাত্র আন্না এমরাজোভা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন অসুস্থতার পর গতকাল প্যারিসে মারা গেছেন মিলান কুন্ডেরা।
কুন্ডেরা চেকস্লাভাকিয়ার শহর ব্রানোতে জন্মগ্রহণ করেন। কিন্তু চেকোস্লোভাকিয়ায় ১৯৬৮ সালের সোভিয়েত আক্রমণের সমালোচনা করার পর ১৯৭৫ সালে তিনি দেশ ত্যাগ করে ফ্রান্সে চলে যান। তার রচনা প্রায় চল্লিশের বেশি ভাষায় অনুদিত হয়েছে। বহুবার সাহিত্যে নোবেল প্রাইজের শর্টলিস্টে তার নাম ছিল। কুন্ডেরা তার জীবনে খুব কমই সাক্ষাৎকার দিয়েছেন। তার বিশ্বাস ছিল, লেখকদের কেবল তাদের কাজের মধ্য দিয়ে কথা বলা উচিত।
তার প্রথম উপন্যাস ‘দ্য জোক’ ১৯৬৭ সালে প্রকাশিত হয়। উপন্যাসটিতে চেকোস্লোভাক কমিউনিস্ট শাসনের একটি জঘন্য চিত্র তুলে ধরেছিল। কাজটি ছিল কুন্ডেরার দলের সদস্য থেকে নির্বাসিত ভিন্নমতাবলম্বী হওয়ার পথে প্রথম ধাপ। কুন্ডেরার অন্যতম বিখ্যাত বই হচ্ছে, দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিং।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি