বিচারপতিকে নিয়ে মন্তব্য-ক্ষমা চাইতে হবে সুরঞ্জিতকে : জয়নুল

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৬

বিচারপতিকে নিয়ে মন্তব্য-ক্ষমা চাইতে হবে সুরঞ্জিতকে : জয়নুল

jসুরমা মেইল নিউজ : প্রধান বিচারপতিকে নিয়ে কোনো কটূক্তি না করতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্তকে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। প্রধান বিচারপতির বক্তব্য গ্রহণযোগ্য নয়, তিনি বেশি কথা বলেন, গতকাল সুরঞ্জিতের এমন বক্তব্যের পর আজ এক অনুষ্ঠানে এ হুশিঁয়ারি দিলেন আইনজীবী জয়নুল। ওই বক্তব্যের জন্য সুরঞ্জিতকে ক্ষমা চাইতেও বলেছেন তিনি। বিএনপিপন্থি এই আইনজীবী বলেন, বিচারপতি খায়রুল হক দেশ ধ্বংস করেছেন। দেশে যত মানুষ পুলিশের গুলিতে মারা গেছেন, গুম হয়েছেন সব কিছুর দায় সাবেক এই প্রধান বিচারপতির ওপর বর্তায়। আর এখন বিচার বিভাগ ধ্বংসে লিপ্ত রয়েছেন বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি একদিকে টিভি টকশোতে রাজনৈতিক বক্তব্য রাখছেন আবার তিনি রায়ও লিখছেন। এটা অনৈতিক, যা প্রধান বিচারপতির বক্তব্যে সুস্পষ্ট। একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা হওয়ার প্রতিবাদে আগামী ২৮ জানুয়ারি দেশের সকল বারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেয়া হয়ে সমাবেশ থেকে। সমাবেশে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট গোলাম মো. চৌধুরী আলাল, আবেদ রাজাসহ প্রায় শতাধিক বিএনপিপন্থী আইনজীবী।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com