সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আদালত নিয়ে কোনোদিন কিছু বলিনি, আর বলবোও না। আমরা আইনে বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আইনে বিশ্বাস করেন। তাই তিনিও আদালত সম্পর্কে কোনো মন্তব্য করেন না। আজ রবিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই মন্ত্রীর সাজা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মতিয়া এই মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, আজ কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে। এটা আইনগত ব্যাপার। আমি আমার তরফ থেকে এর পক্ষে বা বিপক্ষে কোনো কিছু বলবো না।
এর আগে আজ রবিবার সকালে আদালত অবমাননার অভিযোগে আপিল বিভাগ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন।
Design and developed by ওয়েব হোম বিডি