বিজয়া দশমীর সরকারি ছুটি ২৩ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর বৃহস্পতিবার
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৫
সুরমা মেইলঃ বিজয়া দশমীর সরকারি ছুটি ২৩ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। দুর্গোৎসবের নবমী ও দশমীর তিথি একই দিনে পড়ায় ছুটি একদিন এগিয়ে আনা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
তিনি জানান, চলতি বছরের সরকারি ছুটির তালিকায় বিজয়া দশমীর সরকারি ছুটি দিন ২৩ অক্টোবর ধার্য করা হয়েছিল। কিন্তু হিন্দু পঞ্জিকার তিথি অনুযায়ী ২২ তারিখই দশমীর তিথি হওয়ায় ছুটি পরিবর্তন করা হয়েছে।
বেশ কয়েকদিন ধরে বিজয়া দশমীর ছুটির তারিখ বদলের দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীর দিনে মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যান দুর্গতিনাশিনী দেবী দুর্গা, যার মর্তে আগমন উদযাপনে প্রতি শরতে দুর্গোৎসব পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
পূজার আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে দেবী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দুদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের সমাপ্তি হয়।