বিদ্যা বালান লোভী অভিনেত্রী!

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুন ১, ২০১৬

বিদ্যা বালান লোভী অভিনেত্রী!

Manual2 Ad Code

images (3)বিনোদন ডেস্ক : বিদ্যা বালানকে সু-অভিনেত্রী হিসেবে জানে বলিউড। তবে নিজেকে তিনি এক ‘লোভী অভিনেত্রী’ মনে করেন। আর এ কারণেই সু-অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি।

Manual2 Ad Code

‘তিন’, ‘কাহানি ২’-এর পর এবার ‘এক আলবেলা’ নামে এক মরাঠি ছবিতে কাজ করতে চলেছেন বিদ্যা। তার কথায়, আরেকটা মালয়ালি বায়োপিকে কাজ করছি। আসলে আমি খুব লোভী অভিনেত্রী। তাই যা চরিত্র পাই, তাতেই কাজ করি। আরও অনেকগুলো বায়োপিকে কাজ করার প্রস্তাব পেয়েছি।

Manual7 Ad Code

কঙ্গনা রানাওত এবং হৃতিক রোশনের ঝামেলার সময় সিদ্ধার্থ রায় কাপুর কঙ্গনার হয়ে কথা বলেছিলেন। আর তাতে নাকি সিদ্ধার্থের উপর রাগ করেছিলেন বিদ্যা বালান! এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন ‘ডার্টি পিকচার’-এর নায়িকা।

Manual7 Ad Code

এ নিয়ে তার বক্তব্য, আপনারা বলছেন, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে কঙ্গনা প্রসঙ্গে! কিন্তু আমি তো এ রকম কিছুই জানি না! তবে বিদ্যা জানিয়েছেন, কঙ্গনা-হৃতিকের আইনি ঝামেলায় তিনিও কঙ্গনার পাশে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code