বিদ্যুতের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়কের অবরোধ করেছে বিক্ষুব্ধ স্থানীয়রা

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৫

বিদ্যুতের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়কের  অবরোধ করেছে বিক্ষুব্ধ স্থানীয়রা

1511_180427087-400x203

সুরমা মেইলঃ বিদ্যুতের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়া বাজার এলাকায় অবরোধ করেছে বিক্ষুব্ধ স্থানীয়রা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা জানান, কয়েক দিন ধরে ছাতক-সুনামগঞ্জ বিদ্যুতের সঞ্চালন লাইনে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় আশপাশের এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে ব্যবসা-বাণিজ্যসহ শিক্ষার্থীদের লেখাপড়া ব্যঘাত সৃষ্টি হচ্ছে।

বিভিন্ন সময় সংশ্লিষ্টদের কাছে বিষয়টি অবহিত করলেও কোনো কাজে আসেনি। তাই তারা ছাতক উপজেলার জাইয়া বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যু‍ৎ লাইন মেরামতের  আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

সুনামগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশীদ  বলেন, বর্তমানে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরাধ তুলে নিয়েছেন। ফলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে একই দাবিতে বৃহস্পতিবার সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com