সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৫
মার্কিন নাগরিক স্টিফানি এবং ব্রায়ান দম্পতির বিয়ের জন্য নির্ধারন করা হযেছিল ক্যালিফোর্নিয়ার লা জোল্লায় টরি পাইনস গলফ গার্ডেন। কিন্তু সেখানেই সিক্রেট সার্ভিসের দুটি এসইউভি গাড়ি নিয়ে হাজির হন ওবামা।ক্যালিফোর্নিয়ায় সফররত ওবামা বিয়েবাড়ির ওই চত্বরেই এক রাউন্ড গলফ খেলতে চলে আসেন। প্রেসিডেন্ট খেলতে আসবেন এই খবরে তোড়জোড় পড়ে যায় বিয়েবাড়িতে।বিয়েবাড়ির লোকজনকে নির্দেশ দেয়া হয়, এখনি অনুষ্ঠান শুরু করুন, নতুবা দেরিতে শুরু করুন।এদিকে বিয়ের আসরে প্রেসিডেন্টকে কাছ থেকে দেখতে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে রাজী হয়নি স্টিফানি-ব্রায়ান।তারা জানিয়ে দেন, ‘আমরা অপেক্ষা করবো।’
এটা শুনেই লাফিয়ে ওঠেন স্টিফানি। কনের পোশাক পরে সঙ্গে সঙ্গেই একছুট গলফ মাঠে। প্রেসিডেন্টও তাঁদের হতাশ করেননি। উৎসাহী হবু দম্পতির সঙ্গে একের পর এক ছবি তোলেন বারাক ওবামা।ফটোগ্রাফার বলেন, ‘জীবনের এই মুহূর্ত কোনও দিন ভোলার নয়।’গত বছর অনেকটা একই কাণ্ড ঘটেছিল হাওয়াই দ্বীপপুঞ্জে। সেখানে ছুটি কাটাতে গিয়ে ওবামা গলফ খেলার পরিকল্পনা করেছিলেন। সেই জায়গাতেও একটি বিয়ের হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেটি অন্যত্র অনুষ্ঠানের নির্দেশ দেয়া হয়েছিল। যদিও প্রেসিডেন্ট পরে অবশ্য তাদের কাছে ক্ষমা চেয়েছিলেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি