বিয়ের আসরে হঠাৎ ওবামা!

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৫

বিয়ের আসরে হঠাৎ ওবামা!
obama
সুরমা মেইলঃ গলফ খেলতে এসে হঠাৎ বিয়ের অতিথি হয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অপ্রত্যাশিত এমন অতিথির আগমনের কথা হয়তো স্বপ্নেও কল্পনা করেননি স্টিফানি আর ব্রায়ান দম্পতি।

মার্কিন নাগরিক স্টিফানি এবং ব্রায়ান দম্পতির বিয়ের জন্য নির্ধারন করা হযেছিল ক্যালিফোর্নিয়ার লা জোল্লায় টরি পাইনস গলফ গার্ডেন। কিন্তু সেখানেই সিক্রেট সার্ভিসের দুটি এসইউভি গাড়ি নিয়ে হাজির হন ওবামা।ক্যালিফোর্নিয়ায় সফররত ওবামা বিয়েবাড়ির ওই চত্বরেই এক রাউন্ড গলফ খেলতে চলে আসেন। প্রেসিডেন্ট খেলতে আসবেন এই খবরে তোড়জোড় পড়ে যায় বিয়েবাড়িতে।বিয়েবাড়ির লোকজনকে নির্দেশ দেয়া হয়, এখনি অনুষ্ঠান শুরু করুন, নতুবা দেরিতে শুরু করুন।এদিকে বিয়ের আসরে প্রেসিডেন্টকে কাছ থেকে দেখতে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে রাজী হয়নি স্টিফানি-ব্রায়ান।তারা জানিয়ে দেন, ‘আমরা অপেক্ষা করবো।’

ফটোগ্রাফার যেনো আরো একধাপ এগিয়ে, তিনি নবদম্পতিকে বলেন, ‘আমিচ্যালেঞ্জ করছি, তোমরা যদি নেমে কাছে যাও, উনি তোমাদের সঙ্গে ছবি তুলবেন।’’

এটা শুনেই লাফিয়ে ওঠেন স্টিফানি। কনের পোশাক পরে সঙ্গে সঙ্গেই একছুট গলফ মাঠে। প্রেসিডেন্টও তাঁদের হতাশ করেননি। উৎসাহী হবু দম্পতির সঙ্গে একের পর এক ছবি তোলেন বারাক ওবামা।ফটোগ্রাফার বলেন, ‘জীবনের এই মুহূর্ত কোনও দিন ভোলার নয়।’গত বছর অনেকটা একই কাণ্ড ঘটেছিল হাওয়াই দ্বীপপুঞ্জে। সেখানে ছুটি কাটাতে গিয়ে ওবামা গলফ খেলার পরিকল্পনা করেছিলেন। সেই জায়গাতেও একটি বিয়ের হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেটি অন্যত্র অনুষ্ঠানের নির্দেশ দেয়া হয়েছিল। যদিও প্রেসিডেন্ট পরে অবশ্য তাদের কাছে ক্ষমা চেয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com