বিলবোর্ড শীর্ষে জেনেট জ্যাকসন

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৫

বিলবোর্ড শীর্ষে জেনেট জ্যাকসন

jakson

সুরমা মেইলঃ ইউএস বিলবোর্ডের শীর্ষস্থান দখল করে নিলেন মাইকেল জ্যাকসনের বোন জেনেট জ্যাকসন। তার প্রকাশিত প্রথম অ্যালবাম ‘আনব্রেকেবল’ সাত বছর পর সব আয়ের রেকর্ড ভেঙে টপচার্র্টের নাম্বার ওয়ানের জায়গা দখল করেছে সোমবার। চার দশকের মধ্যে মাত্র তিনজন এ রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন বলে জানায় বিলবোর্ড। এর মধ্যে দিয়ে তৃতীয়বারের মতো সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েন তিনি। তার আগে ২০০০ সালে ব্রুস স্প্রিংস্টিন এবং ২০১০ সালে বারবারা স্ট্রেইসেন্ড এ রেকর্ড গড়তে সক্ষম হয়েছিলেন।

‘আনব্রেকেবল’ অ্যালবামটি গত সাত বছরে সর্বমোট এক লাখ নয় হাজার কপি বিক্রি হয়েছে। যার ফলে ভেঙে গেছে আগের সব রেকর্ড। ২০০৯ সালে তার ভাই মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর জেনেটের চার মিলিয়ন শ্রোতা প্রতিদিন ৪৪ হাজার বার তার গান শুনেছেন। ৮ অক্টোবর মোট এক লাখ ১৬ হাজার ইউনিট অর্জন করে শীর্ষস্থান দখল করেন তিনি। নেইলসেন সাইন্ডস্ক্যানের তথ্যমতে, জেনেটই এখন সঙ্গীত অঙ্গনের সর্বোচ্চ ইউনিট অর্জনকারী শিল্পী।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com