বিশাল ব্যবধানে জিতলো শ্রীলঙ্কা যুবারা

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৬

বিশাল ব্যবধানে জিতলো শ্রীলঙ্কা যুবারা

full
কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কার যুবারা। বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে চার অর্ধশতকের সৌজন্যে ৬ উইকেটে ৩১৫ রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্ছ ৭৬ রান করেন অধিনায়ক চারিথ আসালঙ্কা। দ্বিতীয় সর্বোচ্ছ ৭৪ রানে অপরাজিত থাকেন শাম্মু আশান। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান কেভিন বান্দারা ৬১ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিশাদ রান্দিকা ৫১ রানের দুটি কার্যকর ইনিংস খেলেন। কানাডার আব্দুল হাসিব দুই উইকেট নেন ৬৫ রানে। জবাবে ৩৯ ওভার ২ বলে ১১৯ রানে থেমে যায় কানাডার ইনিংস। সর্বোচ্ছ ৪২ রানে অপরাজিত থাকেন আর্সলান খান। এছাড়া আর কেউ ভালো করতে না পারায় বড় হার এড়াতে পারেনি কানাডা। শ্রীলঙ্কার চার জন দামিথা সিলভা, থিলান নিমেশ, আসিথা ফার্নান্দো ও লাহির কুমারা দুটি করে উইকেট নেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com