বিশ্বকাপের পক্ষে ম্যারাডোনা

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

স্পোর্টস ডেস্ক :: ৩২ দলের বদলে ৪৮ দলের বিশ্বকাপে সম্মতি দিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। তার সঙ্গে সম্প্রতি এ নিয়ে আলোচনা করেছেন ফিফা সভাপতি। ম্যারাডোনা বলেন, ৪৮ দেশের বিশ্বকাপ নিয়ে আমি বেশ আশাবাদী। ফিফা একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে। যারা কোনওদিন বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেনি, তারাও এই মঞ্চে একটা খেলার সুযোগ পাবে। ৮-‌৯ জানুয়ারি জুরিখে ফিফার অনুষ্ঠানে থাকব। আমার বক্তব্য তুলে ধরার চেষ্টা করব।

২০২২ বিশ্বকাপেই দলের সংখ্যা বাড়বে বলে ধারনা করা হচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তেমনটাই ঘোষণা দিয়ে রেখেছেন। তবে বিশ্বের অনেক ফুটবল বিশেষজ্ঞই এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন। অনেকের মতে, এত বেশি দলের সঙ্গে খেলতে খেলতে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়বে। ফলে তারা খেলায় মনোসংযোগ করতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com