বিশ্বনাথে ছাত্র খুন : নিহতের জুতা প্রিন্সিপালের বাসা থেকে উাদ্ধার

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৬

বিশ্বনাথে ছাত্র খুন : নিহতের জুতা প্রিন্সিপালের বাসা থেকে উাদ্ধার

kunসুরমা মেইল নিউজ : সিলেটের বিশ্বনাথে খুন হওয়া উপজেলা সদরস্থ জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ফজিলত ১ম বর্ষের শিক্ষার্থী সালমান আহমদ (১৭)’র ব্যবহৃত জুতা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ শিব্বির আহমদ ও নিহতের সহপাঠী মহসিন উদ্দিন নাঈম’র বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এদিকে সোমবার বিকেলে হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে আরোও ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জানাইয়া গ্রামের হাজী আরশ আলীর পুত্র মজম্মিল আলী, ছত্রিশ (নোয়াগাঁও) গ্রামের মৃত কুতুব উদ্দিনের পুত্র আবদুল কাইয়ুম। মঙ্গলবার মজম্মিল ও কাইয়ুমকে আদালতে প্রেরণ করা হয়েছে। সালমানের জুতা উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, প্রযুক্তি সাহায্যে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মজম্মিল ও কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, সালমান আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পূর্বগাঁও গ্রামের বাকপ্রতিবন্দি ছোটন মিয়া ও কুতুবি বেগম দম্পত্তির সন্তান। দীর্ঘদিন ধরে সে মাদ্রাসার বোডিং-এ থেকে লেখাপড়া করে আসছিল। ৩০ ডিসেম্বর সকালে উপজেলার নতুন বাজার এলাকার তফজ্জুল আলী কমপ্লেক্স ও মাদ্রাসার প্রিন্সিপালের বাসার মধ্যবর্তী সড়কে সালমান আহমদের লাশ পাওয়া যায়। পরদিন ৩১ ডিসেম্বর সালমানের মা বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২০ (তাং ৩১/১২/২০১৫ইং)। মামলার লিখিত অভিযোগে বাদিনী উল্লেখ করেছেন যে, তিনি ধারণা করছেন মরহুম মাওলানা আশরাফ আলীর পুত্র ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদের ছোট ভাই মহসিন উদ্দিন নাঈম অজ্ঞাতনামা দৃস্কৃতকারীদের যোগসাজশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর পুত্র সালমানকে হত্যা করেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com