বিশ্বনাথে জমি নিয়ে পূর্ব শত্রুতা দু’পক্ষের সংঘর্ষ আহত ৩০

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৬

বিশ্বনাথে জমি নিয়ে পূর্ব শত্রুতা দু’পক্ষের সংঘর্ষ আহত ৩০

Songorsho
সুরমা মেইল নিউজ : সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতা দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাহজিরগাঁও গ্রামে আব্দুল মানিক ও রফিক মিয়া মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে ইতোপূর্বে একাধিকবার সংঘর্ষ হয় তাদের লোকজনের মধ্যে। মামলাও হয় পাল্টাপাল্টি। পুরনো ওই বিরোধের জের ধরে সোমবার রাত সাড়ে ৮টায় দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে।

সংঘর্ষের খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হনেছেন। সংঘর্ষে আহদের মধ্যে রয়েছেন- মানিক মিয়া, আবদুল সালাম, জামাল মিয়া, কামরুল মিয়া, হুমায়ুম আহমদ, নজরুল ইসলাম, সেলিম মিয়া, মোহন মিয়া, সাবুল মিয়া, সোনাফর আলী, ইসলাম উদ্দিন, মকবুল মিয়া, হাবিব মিয়া, কবির উদ্দিন, আমির আলী, আমজদ আলী, আবদুল হক, রফিক আলী, সামাদ আহমদ প্রমুখ। এরমধ্যে সাবুল মিয়া, মানিক মিয়া ও রফিক মিয়ার অবস্থা আশংঙ্খাজনক। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের নাম জানা যায়নি। সংঘর্ষের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com