বিশ্বনাথে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত ৬

প্রকাশিত: ৫:৩১ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৬

বিশ্বনাথে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত ৬

download (4)

সুরমা মেইল নিউজ : বিশ্বনাথে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় অনত্মত ৬জন আহত হয়েছেন৷ মঙ্গলবার (২৮ জুন) দুপুরে উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামে এ ঘটনা ঘটে৷

জানা যায়- গ্রামের আনোয়ার হোসেন (আঙ্গুর মিয়া) ও বেদার উদ্দিন জন্টি গংদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল৷ এনিয়ে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে৷ ঘটনার দিন দুপুরে আঙ্গুর মিয়া তার ছেলে জুয়েল সামাদকে নিয়ে বিরোধপূর্ণ জমিতে রোপনকরা গাছের পরিচর্যা করতে গেলে জন্টি গংরা প্রাণে মারার উদ্দেশ্যে তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে আঙ্গুর মিয়া জানান৷ খবর পেয়ে তার (আঙ্গুর মিয়া) পৰের লোকজন ছুটে এলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়৷

হামলায় আহতরা হলেন আঙ্গুর মিয়া (৬৫), তার ছেলে সাহেল সামাদ (৩০) ও জুয়েল সামাদ (১৬), গ্রামের আবদুল বাছিত (৩৮), শাওন (২০), ফয়সল (২৯)৷ আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

এবিষয়ে কথা হলে আনোয়ার হোসেন জানান, আমার মালিকানা জমি দখলে নিতে গ্রামের ভূমিখেকো বেদার উদ্দিন জন্টি ও শিহাব গংরা মরিয়া হয়ে উঠেছে৷ এর আগেও তারা আমি ও আমার পক্ষের লোকদের জড়িয়ে মামলা দেয়৷ জায়গা ছেড়ে দিতে অব্যাহত হুমকীও দেয়৷ ঘটনার দিন জন্টি ও শিহাবের নেতৃত্বে সালেহ, নুনু, দলু, আবদুর রহমানের সংঘবদ্ধ সন্ত্রাসীদল বন্দুক, পিস্তল, রামদা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়৷

অভিযুক্ত জন্টি অভিযোগ অস্বীকার করে বলেন, অন্ত্রসহ আঙ্গুর মিয়া গ্রামের খেলার মাঠ দখলের উদ্দেশ্যে গেলে গ্রামবাসির প্রতিরোধের মুখে বন্দুকসহ অন্যান্য অন্ত্র ফেলে যায়৷

এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই জানান,  ঘটনার খবর পেয়েছি৷ তবে এনিয়ে কেউ এখনো অভিযোগ করেনি৷

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com