বিশ্বনাথে দুই মানব পাচারী গ্রেফতার

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

বিশ্বনাথে দুই মানব পাচারী গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  রাত ৯টায় পৃথক অভিযান চালিয়ে তাদের সিলেট শহর ও বিয়ানীবাজার এলাকার থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মানব পাচার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন- চট্রগ্রাম জেলার বাশকালী থানার তালিপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে ফাহাদুল ইসলাম (২৪), সিলেট জেলার বিয়ানীবাজার থানার জালাল নগর গ্রামের শিব্বির আহমদের ছেলে নাঈম আহমদ ওরফে ইমরান (৩০)।

 

থানা পুলিশ জানায়, আদালতে বিশ্বনাথের বাসিন্দা মানব পাচার মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি থানায় রুজু করার আদেশ দেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার মানব পাচার মামলা থানায় রুজু করা হয়। মামলার পরপরই বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

মানব পাচার মামলার দুই আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, আগামীকাল শুক্রবার গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com