বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

download (1)

সুরমা মেইল নিউজ : সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ইকবালপুর গ্রাম শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অনন্ত ৮জন আহত হয়েছেন। শনিবার সকালে আবদুল হামিদ ও নূর মিয়া পক্ষের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইকবালপুর গ্রামের সুফিয়া বেগম, আবদুল হামিদ, ছালিক আহমদ, তানবির আহমদ, নূর মিয়া, সুরতুন বেগম, তবারক আলী, বাদশা মিয়া। গুরুতর আহতাবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে- উপজেলার ইকবালপুর গ্রামের আবদুল বারির ও নূর মিয়া লোকজনের মধ্যে শিশুদের ঝগড়া নিয়ে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ ৮জন আহত হন। খবর পেয়ে এলাকাবাসী অনেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তবে বিষয়টি এলাকার গণমাণ্য ব্যক্তিবর্গের মাধ্যমে আপোষ-মিমাংশার চেষ্ঠা চলছে বলে তিনি জানান।

থানার ওসি আবদুল হাই বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com