সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটে বিশ্বনাথে দেশীয় সাড়ে ৪ লিটার মদসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলা দৌলতপুর ইউনিয়নের দশপাইকা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার পুরানগাঁও গ্রামের মৃত ছালিম উল্ল্যার ছেলে রফিক আলী (৪৫), একই উপজেলার আনরপুর গ্রামের আবদুন নূরের ছেলে সাইদুর রহমান (২২), আপ্তাব আলীর ছেলে মুজিবুর রহমান (২৫) উত্তর দশপাইকা গ্রামের আপ্তাব মিয়ার ছেলে রুমান মিয়া (২৬), দক্ষিণ দশপাইকা গ্রামের মৃত আরজ আলীর ছেলে সেবুল মিয়া (২৭)। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে বিশ্বনাথ থানার এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাতে উপজেলার দশপাইকা বাজারে অভিযান চালিয়ে মদ বিক্রি ও সেবনকালে ৫জনকে আটক করে।
বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি