সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪
বিশ্বনাথ প্রতিনিধি :
কালবৈশাখী ঝড়ের সময় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চানসীর কাপন গ্রামের সিরাজ মিয়ার ছেলে রিহান আহমদ ইয়াসিন (১০) ও নেত্রকোনা জেলার বারহাট্টা থানার নওহাটি গ্রামের লিটন মিয়ার ছেলে ইউসুফ রুহান (১১)। শিশু দুটি আপন মামাতো ও ফুফাতো ভাই।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী শিশু দুটির মৃত্যু নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিহান ও রুহান তারা পরিবারের সঙ্গে বিশ্বনাথ পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের চানসিরকাপন গ্রামের একটি কলনিতে ভাড়া বাসায় থাকতেন। রিহান ও রুহান রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরে পানিতে নামে। পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের মৃতদেহ ভেসে ওঠে।
পরে স্থানীয়রা শিশু দুজনকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
(সুরমামেইল/একে)
Design and developed by ওয়েব হোম বিডি