বিশ্বনাথে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় হত্যার হুমকি

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৬

বিশ্বনাথে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় হত্যার হুমকি

Manual1 Ad Code

download (1)

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে কটুক্তি করার প্রতিবাদ করায়, প্রতিবাদীকারীকে হত্যার হুমকি প্রদানের অভিযোগে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা আবদুস শহিদ বাদী হয়ে শনিবার রাতে উপজেলার জানাইয়া গ্রামের মৃত আপ্তাব আলীর পুত্র আকবর আলী (৫৫)’কে অভিযুক্ত করে অভিযোগটি দায়ের করেন। লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেছেন, শনিবার রাতে বাদী উপজেলার নতুন বাজারস্থ হারিছ আলীর দোকানে বসে চা খাওয়া অবস্থায় হঠাৎ করে অভিযুক্ত আকবর আলী সেই দোকানের সামনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নাম উল্লেখ করে কটুক্তি করে। আওয়ামী লীগের সদস্য ও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বাদী আবদুস শহিদ এর প্রতিবাদ করেন। এতে অভিযুক্ত আকবর আলী ক্ষিপ্ত হয়ে বাদী আবদুস শহিদ ও স্বাক্ষী আওলাদ আলীকে গালি-গালাজ করে মারপিঠ করার জন্য এগিয়ে যান। স্থানীয় লোকজন ছুটে এসে আকবর আলীর কবল থেকে বাদী ও স্বাক্ষীকে উদ্ধার করেন। এসময় আকবর আলী তাঁদেরকে (বাদী আবদুস শহিদ ও স্বাক্ষী আওলাদ আলী) সময়-সুযোগ মতো পেলে খুন করবে বলে হুমকি দিয়েছে বলে বাদী (শহিদ) তাঁর লিখিত অভিযোগ উল্লেখ করেছেন। অভিযুক্ত আকবর আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তাকে পাওয়া যায়নি।

অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, এবিষয়টি নিয়ে পুলিশী তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code