সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের বিশ্বনাথে দায়িত্বে থাকা কলোনীর ভাড়াটিয়াকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতা শিব্বির আহমদ (২৭) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার সকালে শিব্বিরকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন উপজেলার নতুন বাজার এলাকার মোজাহিদ আলীর কলোনীর ভাড়াটিয়া মোছা. মর্তুজা বেগম (২৮)। মামলা নং ০৫ (তাং ৯/০৭/১৬ইং)।
মামলার বাদী মোছা. মর্তুজা বেগম ও তার বোনকে শিব্বির কয়েক দফা মারধর করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশসূত্রে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই তোফাজ্জুল হোসেন বলেন, বাদীর লিখিত অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় শিব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি