বিশ্বনাথে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৫

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬

বিশ্বনাথে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৫

Manual1 Ad Code

65898

সুরমা মেইল নিউজ : বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়নের মান্দারুকা গ্রামে শিয়ালের কামড়ে মহিলাসহ আহত হয়েছেন আন্তত পাঁচ জন। ফলে পুরো এলাকায় এখন শিয়াল আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে এঘটনা ঘটে।

Manual6 Ad Code

আহতরা হলেন- মান্দারুকা গ্রামের শফিকুল ইসলাম, হাজী আকবর আলী, নুরুজ আলীর স্ত্রী লনা বেগম, জাহিদুল্লাহ স্ত্রী। বাকি আহতদের নাম তাৎক্ষনিক জানাযায়নি। তবে আহতদের প্রাথকিম চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানাগেছে।

স্থানীয়রা জানায়- মঙ্গলবার দুপুরে উপজেলার মান্দারুকা গ্রামে কয়েকটি শিয়াল প্রবেশ করে লোকজনকে কামড়াতে শুরু করে। ফলে পুরো এলাকায় শিয়াল আতংক ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী অনেক চেষ্ঠা চালিয়ে কয়েকটি শিয়ালকে ধরে মেরে ফেলেন। ফলে এলাকায় কিছুটা শিয়াল আতংক কমেছে বলে এলাকাবাসী জানান।

Manual2 Ad Code

ঐ গ্রামের আরেক ব্যক্তি জানান- মঙ্গলবার দুপুরে হঠাৎ কয়েকটি শিয়াল গ্রামে প্রবেশ করে। এসময় গ্রামের ৫-৬জন শিয়ালের কামড়ে আহত হন। পরে এলাকাবাসী জড়ো হয়ে কয়েকটি শিয়ালকে মেরে ফেলেন। তবই এলাকায় শিয়াল আতংক বিরাজ করছে বলে তিনি জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code