সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে পুলিশি নিরাপত্তায় রাজকীয়ভাবে হেলিকপ্টার দিয়ে বিয়ে করলেন ফ্রান্স প্রবাসী। তিনি পৌরসভার রামধানা গ্রামের আতা মিয়ার ছেলে ওলিউর রহমান ওলি (২৭)।
তবে পার্শ্ববর্তী মোরার বাজার নামক স্থানে নিজের বাসা থেকে এই বিয়ের আনুষ্ঠানিকতা করেন।
জানা যায়, প্রাবাসী ওলিউর রহমান দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করে দেশে ফিরেন। সম্প্রতি তিনি দেশে ফেরার পর বুধবার (৬ নভেম্বর) বিয়ের আয়োজন করা হয়।
সেই বিয়ের আয়োজন অনেকটা ঝাঁকজমক ভাবে করেন তিনি। বরযাত্রীরা গাড়িতে করে চলে যান দক্ষিন সুরমা উপজেলার ময়ুরকুঞ্জ নামের একটি কমিউনিটি সেন্টারে। আর এই প্রবাসী বর সেজে হেলিকপ্টারে করে যাত্রা শুরু করেন।
তবে হেলিকপ্টার আসার কিছুক্ষণ পুর্বে নিরাপত্তার দেয়ার জন্য সেখানে একদল পুলিশ নিয়ে যান এসআই জামাল আহমদ। হেলিকপ্টার নির্ধারিত স্থানে গিয়ে পৌঁছালে পুলিশের নিরাপত্তায় প্রবাসী বর অনেকটা রাজকীয়ভাবে হেলিকপ্টারে করে চলে যান ময়ুরকুঞ্জ কমিউনিটি সেন্টারে।
তবে পুলিশি নিরাপত্তা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকের মতে এই প্রবাসীতো আর বিশেষ কোনো ব্যাক্তি নয় বা এমন কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে যে পুলিশি নিরাপত্তা দিতে হবে।
জানতে চাইলে এসআই জামাল আহমদ বলেন, ওই প্রবাসী বিশেষ কোনো ব্যাক্তি হিসেবে পুলিশ সেখানে নিরাপত্তা দিতে যায়নি। হেলিকপ্টার দেখতে আসা উৎসুক জনতাকে নিয়ন্ত্রনে রাখার জন্য সেখানে পুলিশ গিয়েছে বলে জানান।
(সুরমামেইল/এমএএফ)
Design and developed by ওয়েব হোম বিডি