সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সাত জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বৈরাগী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো, উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে শুক্কুর আলী (৩৫), একই গ্রামের মৃত রুয়াব আলীর ছেলে আবদুল কুদ্দুছ (৩০), মৃত শেখ জমির আলীর ছেলে রুপা মিয়া (৩৯), কাঠলিপাড়া গ্রামের মৃত ঠাকুর মনি দাসের ছেলে শংকর দাস (২৫), একই গ্রামের তারু মিয়ার ছেলে শফিক আলী (৩০), মৃত আবদুুল আওয়ালের ছেলে আপতাব আলী (৩৭), ঘোড়াইল গ্রামের সুশান্ত পালের ছেলে অনন্ত বৈদ্য (২৫)।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার বৈরাগী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃত জোয়াড়িদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। রোববার আটককৃত জুয়াড়িদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি