বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডেকেছেন প্রধানমন্ত্রী বৈঠক কাল

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৬

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডেকেছেন প্রধানমন্ত্রী বৈঠক কাল

PM

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার ডেকেছেন শিক্ষকদের। কর্মবিরতির সপ্তমদিনে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে শিক্ষক সমিতির নেতাদের ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষকনেতারা বার বার বলছিলেন প্রধানমন্ত্রীর কাছে আমরা পাঁচ মিনিট সময় চাই। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারলেই বিষয়টি সুরাহা হবে বলে আমাদের বিশ্বাস।

আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে তাদের এই সাক্ষাৎ হওয়ার কথা বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি স্বীকার করেছেন। শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন তারা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com