বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৬

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী

PM

সুরমা মেইল নিউজ : আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে গনভবনে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজকের বিকালের পিঠা উৎসবে অন্যান্যের সঙ্গে শিক্ষক নেতারাও যোগদেন।

সন্ধ্যায় নামাজের বিরতির পর প্রধানমন্ত্রী শিক্ষক নেতাদের নিয়ে বসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

উল্লেখ্য, গতকাল রবিবার প্রধানমন্ত্রী শিক্ষক নেতাদের পিঠা উৎসবে দাওয়াত দেয়ার পর আন্দোলনের ফলাফল নিয়ে নতুন আশার সঞ্চার শুরু হয়। শিক্ষক নেতারা বিকাল চার টার মধ্যেই গণভবনে গিয়ে হাজির হন। শিক্ষক নেতারা বলছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট বসতে পারলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাঁর সঙ্গে বসতে পারলেই আমরা তাকে বুঝাতে পারবো বলে মনে করছি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com