বিশ্বের নিকৃষ্টতম বিমান সংস্থার তালিকায় ‘বাংলাদেশ এয়ারলাইন্স’!

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

বিশ্বের নিকৃষ্টতম বিমান সংস্থার তালিকায় ‘বাংলাদেশ এয়ারলাইন্স’!

সুরমা মেইল ডেস্ক :: বিশ্বের নিকৃষ্টতম ২১টি বিমান সংস্থার নাম প্রকাশ করেছে বৃটিশ সংবাদসংস্থা টেলিগ্রাফ। এ তালিকায় নাম আছে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসেরও।

সম্প্রতি ব্রিটেনের দ্য টেলিগ্রাফ সংবাদসংস্থা বিশ্বের খারাপ বিমান পরিষেবাগুলির একটি তালিকা তৈরি করে। নাম দেওয়া হয়েছে, ‘দ্য টোয়েন্টি ওয়ান ওর্স্ট এয়ারলাইন্স ইন দ্য ওয়ার্ল্ড। ‘

সেই তালিকায় বিমান বাংলাদেশ ছাড়াও রয়েছে, ‘বাহামাসেইর’, সোফিয়ার ‘বুলগেরিয়া এয়ার’, চীনের ‘চায়না ইউনাইটেড এয়ারলাইন্স’, কিউবার ‘কিউবানা এয়ারলাইন্স’, ‘ইরান এয়ার’, ইন্দোনেশিয়ার ‘লায়ন এয়ার’, ইরানের ‘মাহান এয়ার’, ‘নেপাল এয়ারলাইন্স’, তুরস্কের ‘অনুর এয়ার’ ও ‘পেগাসাস এয়ারলাইন্স, প্রাগের ‘স্মার্ট উইংস’, আমেরিকার ফ্লোরিডা ভিত্তিক ‘স্পিরিট এয়ারলাইন্স’, সুদান ‘এয়ারওয়েজ’, ‘সিরিয়ান এয়ার’, তাজিকিস্তানের ‘তাজিক এয়ার’, ‘তুর্কমেনিস্তান এয়ারলাইন্স’, ‘ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’, ইয়েমেনের ‘ইমেনিয়া’ এবং উত্তর কোরিয়ার ‘কোরীয় এয়ার’, প্রভৃতি সংস্থা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com