বিশ্বের প্রথম রোবট নায়িকা!

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৫

বিশ্বের প্রথম রোবট নায়িকা!

Manual1 Ad Code
robot
সুরমা মেইলঃ নায়কের সঙ্গে দিব্যি প্রেম করে বেড়াচ্ছেন সুন্দরী নায়িকা। জানা গেলো, তিনি নাকি মানুষ নন, তাহলে কী? রোবট।
Manual2 Ad Code

জাপানি ছবি ‘সায়োনারা’ তে অভিনয় করেছে অ্যান্ড্রয়েড রোবট জেমিনয়েড এফ।

বিশ্বে এই প্রথমবারের কোনও মানুষ নায়কের বিপরীতে দেখা যাবে রোবট নায়িকাকে অভিনয় করতে। জাপানের পরমানু বোমা বিস্ফোরণ নিয়ে ছবি এগিয়েছে রোবট ও তানিয়া নামের এক নারীর সম্পর্ক নিয়ে। রোবটের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরিচালকের কথা শুনে কৃত্রিম বুদ্ধির সাহায্যে কাজ করে লিওনা। রবাটে নির্মিত ত্বক এবং নারীর দৈহিক ভঙ্গিতে তৈরি করা হয়েছে এই রোবটটি। রোবটের যন্ত্রাংশ দূর নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এই রোবটটি চলাচল করতে পারে না। সেজন্য পুরো ছবিতে তাকে হুইল চেয়ারের সাহায্যে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

Manual4 Ad Code

জাপানি পরিচালক কোজি ফুকাদা, নাট্যকার ওরিজা হিরাতা এবং ওসাকা ইউনিভার্সিটির ইন্টালিজেন্ট রোবোটিকস ল্যাবরেটরির অধ্যাপক হিরোশি ইশিগুরো এই ছবি তৈরি করেছেন।

Manual5 Ad Code

এর আগেও অনেক ছবিতে রোবটের উপস্থিতি দেখা গেছে। তবে সেগুলো তৈরি করা হয়েছিল অভিনেতা-অভিনেত্রীদের ওপর বিশেষ এফেক্টসে।

গত সপ্তাহে ২৮তম টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে ছবি। মুক্তি পাচ্ছে আগামী ২১ নভেম্বর।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code