বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাবো : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাবো : প্রধানমন্ত্রী

সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাবো। আর এগিয়ে যাওয়ায় সরকারি খাতের পাশাপাশি দেশের বেসরকারি খাতকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে বিভিন্ন দেশের পণ্য ও মানুষের সঙ্গে ভাব বিনিময় হবে। এতে পণ্যের বহুমুখীকরণের সুযোগ সৃষ্টি হবে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের নতুন নতুন পণ্যের উদ্ভাবন এবং পণ্যের বিস্তার ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগেকার সময়ে দেশের ব্যবসা-বাণিজ্যের নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তার সরকারের শূন্য থেকে যাত্রা শুরু হয়েছে। তবে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।সেই যাত্রা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে আমরা সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের উন্নয়নেও কাজ করেছি। অর্থনীতিতে এগিয়ে যেতে বেসরকারি খাত উন্মুক্ত করেছি। বিদ্যুৎ, গ্যাসসহ শিল্প স্থাপনে নানা সুবিধার সৃষ্টি করেছি।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায় পরিচালনায় বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব সুবিধা নিয়ে কেবল নিজেরা বড়লোক হলে চলবে না। দেশের মানুষের কল্যাণেও কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, উৎপাদিত পণ্য বিদেশে পাঠানোর পাশাপাশি দেশের মানুষেরও ক্রয়ক্ষমতাসহ অন্যান্য অবস্থানের উন্নয়নে কাজ করতে হবে। তবেই উৎপাদিত পণ্যের দেশীয় বাজার গড়ে উঠবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com