বিশ্বের সেরা কৃষাঙ্গ মডেল

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

বিশ্বের সেরা কৃষাঙ্গ মডেল

download-2বিনোদন ডেস্ক :: কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। বিশ্বকবির এই উক্তি যথার্থ করে তুলেছেন এই মডেল। এই মুহূর্তে তিনিই বিশ্বের সর্বাপেক্ষা কৃষ্ণাঙ্গ মডেল। চাঁদের পাহাড়ের দেশ আফ্রিকার এই মডেলের নাম খৌদিয়া ডিয়োপ।

ফ্যাশন দুনিয়ার বিশেষজ্ঞদের মতে, মডেল হিসেবে তিনি শুধুমাত্র উপযুক্তই নন, অনবদ্য।

সৃষ্টিকর্তা এক অদ্ভুত দক্ষতায় যেন তৈরি করেছেন মডেল দুনিয়ার এই তারকাকে। সুন্দর , অত্যাশ্চর্য , উজ্জ্বল এই সব ধরণের বিশেষণই যেন যথাযথভাবে বসিয়ে দেওয়া যায় খৌদিয়া ডিয়োপের নামের আগে। ঈশ্বরের এই কীর্তিকে সম্মান জানাতে এই মডেলকে ‘মেলানিন দেবী’ বলেও সম্বোধন করা হয়ে থাকে। মেলানিন কী? আমাদের ত্বকে মেলানিন নামে এক ধরনের পদার্থ রয়েছে।

এই মেলানিনই আমাদের ত্বকের রং নির্ধারণ করে। যাদের শরীরে মেলানিন যত বেশী তাদের ত্বক তত কালো। নিজেকে ফর্সা হিসেবে উপস্থাপিত করে তুলতে অনেকেই শরীরের মেলানিন কমানোর পথে হাঁটেন। তবে সেই পথ মাড়াননি খৌদিয়া। এবং নিজের পথে হেঁটেই লাভ করেছেন সেরার শিরোপা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com