বিশ্বে ইরানি বিপ্লব ছড়িয়ে পড়ার ভয়ে ভীত আমেরিকা : আসাদ

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

বিশ্বে ইরানি বিপ্লব ছড়িয়ে পড়ার ভয়ে ভীত আমেরিকা : আসাদ

download-1আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিশ্বে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়ার ভয়ে ভীত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে যে, বিশ্বের বিভিন্ন দেশের জনগণ ইরানের ইসলামী বিপ্লবের মডেল অনুসরণ করতে পারে।’ ইরান থেকে প্রকাশিত ত্রৈমাসিক ‘দ্য তেহরান ফরেন পলিসি’কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট আসাদ।

তিনি জানিয়েছেন, ‘সিরিয়ার চলমান সংকট তৈরির বহু আগে থেকেই যুক্তরাষ্ট্র আমাদের ইরান ও প্রতিরোধকামী শক্তির বিরুদ্ধে কাজ করার জন্য পীড়াপীড়ি করে আসছিল, কিন্তু আমরা তা কখনোই করিনি।’

প্রেসিডেন্ট আসাদ বলেন, দ্বিতীয় বিশ্বেযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র গোটা বিশ্বে সংকট তৈরি ও বহু দেশ ধ্বংসের ক্ষেত্রে সফল হয়েছে। প্রেসটিভি

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com