সুরমা মেইল নিউজ : রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চার দিনের বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ১৫ জানুয়ারি, আর আখেরি মোনাজাত ১৭ জানুয়ারি। এর আগে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেন দেশের ১৭ জেলার তাবলিগ জামাতে জড়িতর। তবে প্রথম পর্বের আখেরি মোনাজাতে সর্ব শ্রেণীর ধর্মপ্রাণ মুসল্লি শরিক হন।