বিশ্ব নারী দিবসে সুনামগঞ্জে কিশোরীদের ফুটবল প্রতিযোগিতা

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

বিশ্ব নারী দিবসে সুনামগঞ্জে কিশোরীদের ফুটবল প্রতিযোগিতা

শুভেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি :: বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জে দুই উপজেলার কিশোরীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকলে ৫টায় শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারী উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের টিপিং কয়েন্টের প্রকল্পের উদ্যোগে সুনামগঞ্জের জামালগঞ্জ ও দিরাইয়ের উপজেলার কিশোরীদের নিয়ে এই ফুটবল খেলার আয়োজন করে। খেলায় জামালগঞ্জ কিশোরী একাদশ বনাম দিরাইয়ের কিশোরী একাদশ প্রতিদ্বন্ধিতা করে। খেলার উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান।

এক ঘন্টার খেলায় কোনপক্ষ নির্দিষ্ট সময়ে গোল করতে না পারলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। পরে ট্রাইবেকারে জামালগঞ্জকে তিন-পাঁচ গোলে পরাজিত করে দিরাই কিশোরী একাদশ জয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন জামালগঞ্জের রানার আপ দলের অধিনায়ক সুমি।

এর আগে ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, সুনামগঞ্জ সিভিল সার্জন আশুতোষ দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ রশীদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, শাছুন্নাহার শাম্মি, কেয়ারের ঢাকা বাংলাদেশের টেকনিক্যাল কো-অডির্নেটর রওনক জাহান, টিপিং পয়েন্ট প্রোজেক্ট ম্যানেজার মো. রফিকুল ইসলাম ও কেয়ার সুনামগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার শংকু রাজ মজুমদার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন টিপিং পয়েন্ট প্রকল্পের সহযোগি সংস্থার জেসিস’র  নির্বাহী পরিচালক এটিএম বদরুল আলম, প্রকল্প ব্যাবস্থাপক রোকন উদ্দিন এবং এএসডি’র প্রকল্প ব্যাবস্থাপক মিরাজ উদ্দিন তালুকদার ও পৌর কাউন্সিলর ময়না প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদেরকে ঘরে মধ্যে বন্দি না করে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। আর খেলা ধুলার মাধ্যমেও নারীরা যে এগিয়ে যেতে পারে তা বাংলাদেশের ক্রিকেটার সালমারা প্রমাণ করেছে। তাই আজকের এই ফুটবল খেলার মধ্য দিয়ে সুনামগঞ্জের কিশোরীরা একদিন বাংলাদেশ তথা এশিয়ান গেমসেও খেলার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com